বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে আয়োজিত রক্তদান ক্যাম্পিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে এ আয়োজন করে।
নিজেই রক্ত দান করে তিনি বলেন, রক্ত দান করা পূণ্যের কাজ। রক্ত দান করলে স্বাস্থ্য, শরীর ও মন ভালো থাকে। রক্ত দানে জীবন বাঁচে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশ পরস্পর পরম বন্ধু। মুক্তিযুদ্ধকালীন দুই দেশ তার প্রমাণ দিয়েছে। বাংলাদেশ এখন আর গরিবদেশ নয়। দু'দেশেই উন্নয়ন সমান্তরালভাবে হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক, সাংস্কৃতিক বিনিময়ে সফলতার পরিচয় দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশরাফুল আলম আল আমিন উপ ব্যবস্থাপনা পরিচালক, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল আফরোজা বুলবুল আক্তার অধ্যক্ষ, মিরাজুল মোহসিন, অতিরিক্ত পরিচালক।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এএটি