বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল বিভাগীয় ইনোভেশন শোকেসিং মেলা-২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বিএমপি আরও বলেন, আমরা যারা সরকারের বিভিন্ন দফতরে কাজ করি।
এ ধরনের একটি সৃজনশীল আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন আবিষ্কারের কোনো বিকল্প নেই। শুধুমাত্র আইটি সেক্টরে এ ধরনের উদ্ভাবন না করে সব সেক্টরে এ ধরনের উদ্ভাবন করতে হবে এবং এ ধরনের আবিষ্কার শুধুমাত্র মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।
এ মেলায় সরকারের বিভিন্ন দফতরের প্রায় ২২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমএস/এএটি