ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
মহেশপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের জাগুসা এলাকায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার জাগুসা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন (১৭), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা চাকলা গ্রামের রফি উদ্দীনের ছেলে রাজু আহমেদ (২২) ও একই উপজেলার নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৫)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদ হোসেন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, তিন মোটরসাইকেল আরোহী মহেশপুর উপজেলার বাবলা মাথাভাংগা গ্রামে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে জাগুসা গ্রামের মাঠে পৌঁছালে বিপরীতগামী একটি  ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে মহেশপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০/আপডেট ১৭২০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।