শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল আটক করে নৌ-পুলিশ। পরে দুপুরে সবার সামনে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ-পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পদ্মা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পরে তা পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
এ সময় রাজশাহীর পবা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসএস/এইচএডি/