শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পাবনা শহরের আটুয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিউদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়াজিউদ্দিন খানের মৃত্যুতে শোকবার্তায় স্পিকার বলেন, ওয়াজিউদ্দিন খানের মৃত্যুতে দেশ একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। মহান মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
স্পিকার ছারাও সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসকে/এইচজে