শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলার অমরখানা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক ভবেশ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, চাওয়াই নদী থেকে বালি উত্তোলনের সময় মর্টার শেলটি পানিতে ভেসে ওঠলে দেখতে পায় স্থানীয়রা।
তিনি আরও জানান, মর্টার শেলটি এখনো নিস্ক্রিয় কিনা তা বলা যাচ্ছেনা। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে। তারা এলেই বোঝা যাবে। পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী সঙ্গে হানাদার বার বার সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় এ এলাকায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস