ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে চাওয়াই নদী থেকে মর্টার শেল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
পঞ্চগড়ে চাওয়াই নদী থেকে মর্টার শেল উদ্ধার 

পঞ্চগড়: পঞ্চগড়ের চাওয়াই নদী থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলার অমরখানা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।  

পঞ্চগড় সদর থানার পরিদর্শক ভবেশ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, চাওয়াই নদী থেকে বালি উত্তোলনের সময় মর্টার শেলটি পানিতে ভেসে ওঠলে দেখতে পায় স্থানীয়রা।

পরে বিষয়টি জানতে পেরে অমরখানা বিজিবি ক্যাম্পের সদস্যরা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মর্টার শেলটি ১৯৬২ সালের। তবে কোন দেশের তা জানা যায়নি।  

তিনি আরও জানান, মর্টার শেলটি এখনো নিস্ক্রিয় কিনা তা বলা যাচ্ছেনা। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে। তারা এলেই বোঝা যাবে। পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী সঙ্গে হানাদার বার বার সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় এ এলাকায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।