গোপালগঞ্জ: গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) দুপুরের দিকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।
এ সময় মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌরসভার মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কে এম কাওছার আলী, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর, মুকসুদপুর কলেজের প্রভাষক আরিফুল ইসলাম রাজু, মাহবুব হাসান বাবার, মাহবুব সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কে এম কাওছার আলী বাংলানিউজকে জানান, সরকারি মুকসুদপুর কলেজ প্রাঙ্গণে তিন লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআরএস