ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
কীর্তনখোলা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

বরিশাল: ট্রলারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কীর্তনখোলা নদীতে পড়ে দীপক ঘোষ দীপ (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যায় এবং ২ ঘণ্টাব্যাপী তল্লাশি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, দীপ কয়েকজন বন্ধুর সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে যায়। তখন হইহুলোর করতে গিয়ে নদীতে পড়ে যায় দীপ। সে সাঁতার জানকো না। বরিশাল নগরে যমুনা তেলের ডিপো’র সোজা নদীর পূর্ব পাড় থেকে ২০০ গজ ভেতরে সে ডুবে যায়। যেখানে নদীর প্রচুর স্রোত রয়েছে। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে পুনরায় তল্লাশি চালানো হবে।

দীপক বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে। সে গেলো এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।