ঢাকা: ভারত ও বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নব-নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা এ জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু জানান, সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম ওতোপ্রতোভাবে জড়িত। ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।
এছাড়া ভারত ও বাংলাদেশের সস্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনাসহ দু’দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে সাক্ষাৎকালে উভয় দেশ সম্মতি প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
জিসিজি/আরবি/