সাভার (ঢাকা): গাজীপুরের কালিয়াকৈরে একটি রিভলবার ও মাদকসহ আমির হোসেন (২৫) নামে এক অস্ত্র ও মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নবীনগরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার।
এর আগে, সোমবার (০২ নভেম্বর) রাতে কালিয়াকৈরের ভাতারিয়া মধ্যপাড়া থেকে তাকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।
র্যাব-৪ জানায়, কালিয়াকৈরের ভাতারিয়া মধ্যপাড়ার আলমগীর হোসেনের ফার্নিচারের দোকানের পাশে সোমবার রাতে অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলেন আমির হোসেন। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে আমির হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি রিভলবার, ১০০ পিস ইযাবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, আটক আমির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক বিক্রির কথা স্বীকার করেছেন৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআই