ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু হামজা হত্যার দায় স্বীকার করেছে চাচাতো ভাই-বোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
শিশু হামজা হত্যার দায় স্বীকার করেছে চাচাতো ভাই-বোন

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাড়ে তিন বছরের শিশু আমীর হামজাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নিহতের চাচাতো ভাই জুনায়েদ মিয়া (১৮) ও চাচাতো বোন রুজি আক্তার (২৩)।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক ১৬৪ ধারায় এ দু’জনের জবানবন্দী রেকর্ড করেন।

জুনায়েদ ও রুজি নবীগঞ্জের দাউদপুর গ্রামের আকলিছ মিয়ার ছেলে এবং মেয়ে। তারা নিহত আমীর হামজার চাচাতো ভাই-বোন। সোমবার (৩ নভেম্বর) রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন বাংলানিউজকে জানিয়েছেন, জবানবন্দী গ্রহণ শেষে গ্রেফতার দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে জবানবন্দিতে তারা কিভাবে ঘটনার বর্ণনা দিয়েছে সে বিষয়টি জানতে পারিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে দাউদপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে সাড়ে তিন বছর বয়সী আমীর হামজার নাক ও মুখে রক্তমাখা মরদেহ তার চাচাতো ভাই জুনায়েদ মিয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। সেদিন রাতেই জুনায়েদ ও রুজিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।