ঢাকা: রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে নিচে পড়ে তিন জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ওই ভবনের প্রকৌশলী মেহেদী হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)।
ভবনটির আরেক প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, তারা তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে খান এন্ড সং কোম্পানির নির্মানাধীন ২০ তলা ভবনে কাজ করেন। সকালে ভবনের মালামাল উঠানোর অস্থায়ী লিফ্ট দিয়ে ১৮ তলা থেকে নিচে নামছিলেন তারা ৩ জন। তখন লিফটটি ছিড়ে একেবারে নিচে পড়ে যায়। পরে শব্দ শুনে লিফট থেকে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মেহেদীর ডান পায়ে আঘাত ও বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এজেডএস/এমকেআর