ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
আশুলিয়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকিব (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল তৃমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাকিব আশুলিয়ার চিত্রশাইল এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগরগামী ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাস নাকিবের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নাকিব মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ঘাতক বাস বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।