ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় ই-নথি বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সরকারের অনলাইনভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাপনায় সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ শতভাগ ই-নথি বাস্তবায়ন করে বলে জানায় সেতু বিভাগ।

বুধবার (৪ নভেম্বর) সেতু বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে প্রথমে তিন সদস্যের একটি নিয়মিত মনিটরিং টিম গঠন এবং সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের সব পর্যায়ের কর্মকর্তাদের আইটি সরঞ্জাম সরবরাহসহ একাধিকবার প্রশিক্ষণ দেওয়া হয়।

সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম শতভাগ অর্জনকারী উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগকে ক্রেস্ট দেন। পুরস্কার দেওয়ার এ ধারা অব্যাহত রাখাবেন বলেও তিনি ঘোষণা দেন।

শতভাগ ই-নথি বাস্তবায়নের ফলে সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিকতর গতিশীল হয়েছে বলে জানান সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।