ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তারা বানু (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারা বানু উপজেলার চামরদানী ইউনিয়নের আমজুড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বানু দীর্ঘ ধরে বেখইজোড়া গ্রামে তার ভাতিজার সঙ্গে থাকতেন। দুপুরে তারা বানু বেখইজোড়া গ্রামের সামনে ধর্মপাশা-মধ্যনগরে সড়কের পাশে অবস্থিত যাত্রী ছাউনির পাশে ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মধ্যনগর থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরই মোটরসাইকেল চালক সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তারা বানুকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।