ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অটোরিকশার ধাক্কায় মো. রাফিন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে মোহাম্মদ মুসা (৭) নামে আরেকটি শিশু।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘোড়দৌড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাফিন উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়ার রফিকুল মুন্সীর ছেলে।  

হতাহতদের স্বজনদের বরাত দিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ শামিম জানান, মুসা ও রাফিন দুপুরে ঘোড়দৌড় বাজারের প্রধান সড়ক পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। এ অবস্থায় অটোরিকশার চালক তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর পরই রাফিন নামের শিশুটির মৃত্যু হয়। আহত মুসাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।