বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মীম আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মীম আকতার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামের মোকতাল হোসেনের মেয়ে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মীমের বাবা ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে মীম আর তার মা বসবাস করেন। গৃহস্থলি কাজে মীম মাকে সহযোগিতা করে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মায়ের কথা অমান্য করে খেলাধুলা করায় মা তাকে বকাঝকা করেন। এতে মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে নিজ ঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান বলেন, সংবাদ পেয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মীমের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
কেইউএ/ওএইচ/