সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রকাশ্যে আইপিএল নিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ নভেম্বর) ভোররাতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
এর আগে মঙ্গলবার (০৩ অক্টোবর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ও র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে পৌর এলাকার সয়াধানগড়া মহল্লায় অভিযান চালিয়ে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় ওই ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সেখান থেকে নগদ ৫,১১০ টাকা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার আবুল কাশেম শেখের ছেলে আমিনুল ইসলাম (৩৫), জামাত আলীর ছেলে নাজমুল ইসলাম (১৮), মজনু শেখের ছেলে আশরাফ শেখ (১৯), সুজাব আলী শেখের ছেলে রুবেল শেখ (২২), সালাম মিয়ার ছেলে নাছিম (২২), জহুরুল ইসলামের ছেলে আশ্বিন ইসলাম (১৮), দিয়ার ধানগড়া মহল্লার রশীদ খন্দকারের ছেলে জুয়েল খন্দকার (১৯) ও হোসেনপুর মহল্লার আব্দুল মণ্ডলের নাছির (৪১)।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমআরএ