ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে ৪টি ব্রিজ ও ১৫টি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ডোমারে ৪টি ব্রিজ ও ১৫টি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ২৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে চারটি ব্রিজ ও ১৫টি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের আমবাড়ি হাট এলাকায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নির্মাণকাজের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে সড়ক ও জনপথ বিভাগ। এরপর গোমনাতী ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।