ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে তিন ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
যাত্রাবাড়ীতে তিন ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন-তুষার ওরফে মুন্না (২০), বিপ্লব (১৯) ও লিটন (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু ও ৬ টি ব্লেড জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) র‌্যাব-১০ এর (সিপিসি- ১) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কদমতলী থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।