ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থানচির বড়মদক বাজারে আগুন: ২০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
থানচির বড়মদক বাজারে আগুন: ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড়মদক বাজারে আগুন লেগে ২০ দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয়রা জানান, ভোরে বড়মদক বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভে। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ২০টি দোকান ও কয়েকটি ঘরবাড়ি পুড়ে যায়। এদিকে, স্থানীয় বাসিন্দারা আগুন থেকে রক্ষা করতে আরও প্রায় ১০টি দোকান ভেঙে কিছু মালপত্র সরাতে পারলেও বেশিরভাগ মালপত্রই নষ্ট হয়েছে।  

আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুল বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই উপজেলার প্রশাসনের একটি দল থানচি সদর থেকে নৌকায় করে দুর্গম বড়মদক বাজারে রওনা দিয়েছে। তাদের যেতে আসতে প্রায় পাঁচ ঘণ্টা লাগবে। তারা ফেরার পর আমরা যাচাই বাচাই শেষে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।