ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক পরিবহন শ্রমিক লীগের অফিস গুড়িয়ে দিলো কেডিএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
সড়ক পরিবহন শ্রমিক লীগের অফিস গুড়িয়ে দিলো কেডিএ সড়ক পরিবহন শ্রমিক লীগের অফিস গুড়িয়ে দিলো কেডিএ

খুলনা: সড়ক পরিবহন শ্রমিক লীগের অফিসসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বৈষয়িক কর্মকর্তা এম. এ. কে সাদ বাংলানিউজকে জানান, মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এমএ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএর প্লটটি আই ই বি (প্রকৌশলী সংস্থা) কে বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু স্থানীয় সন্ত্রাসীরা সেটি অবৈধভাবে দখল করে রাখেন। ওই প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। কেডিএর অভিযানে বুলডোজার দিয়ে ওই প্লটের সব অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা  গুড়িয়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিনিয়র বৈষয়িক কর্মকর্তা শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস ও বৈষয়িক কর্মকর্তা এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।