ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৩৮৫ জনের কারাদণ্ড ও ২২১ জন জেলের জরিমানা করা হয়েছে।

১৪ অক্টোবর থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৫০টি অভিযানে এ জেল-জরিমানা হয়।

আটকদের মধ্যে ভোলা সদরে ১৫১ জনের জেল ও ৬৩ জনের জরিমানা, দৌলতখান উপজেলায় ২০ জনের জেল ও ১৪ জনের জরিমানা, বোরহানউদ্দিনে ৪৩ জনের জেল ও ৩২ জনের জরিমানা, লালমোজন উপজেলায় ১৫ জনের কারাদণ্ড ও ২৩ জনের জরিমানা, চরফ্যাশন উপজেলায় ১১০ জনের কারাদণ্ড ও ৫০ জনের জরিমানা, মনপুরায় ১৩ জনের জেল ও ৬ জনের জরিমানা এবং তজুমদ্দিন উপজেলায় ৩৩ জনের জেল ও ৩৪ জনের জরিমানা করা হয়।
এছাড়াও এক হাজার ৯০০ কেজি ইলিশ ও ৬ লাখ ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে, তাই এ বছর ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।