ফেনী: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন পাটোয়ারী জানান, স্থানীয় সরকার (জেলা পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী ৩ নভেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, আপীল দায়ের ১৮-২০ নভেম্বর, আপীল নিষ্পত্তি ২১-২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর ও ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ফেনী সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অথবা নির্বাচনের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
গত ২৩ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ আইন ২০০০ এর ১৩(২) ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবিরকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
গত ৭ সেপ্টেম্বর বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে ৫ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আজিজ আহম্মদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসএইচডি/জেআইএম