পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
র্যাব জানান, বুধবার ০৪ নভেম্বর বিকেলে জেলার কাউখালী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপজেলার বেকুটিয়া ফেরিঘাট থেকে ১৫০ গজ উত্তরে কচা নদীর পূর্ব পাশে জালাল উদ্দিন হাওলাদারের বসত বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালালে মাদক বিক্রেতারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা উপজেলার পুকুরিয়া গ্রামের নজরুল হাওলাদার ছেলে হোসেন হাওলাদার (২৪) ও একই উপজেলার মুক্তারপুর গ্রামের মোখলেছ খানের ছেলে সুমন খানকে (২৪) আটক করেন। পরে তাদের দেওয়া তথ্য মতে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটকরা পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এনটি