ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চীনে প্রবেশ সাময়িকভাবে স্থগিত থাকবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
চীনে প্রবেশ সাময়িকভাবে স্থগিত থাকবে চীনের পতাকা

ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি পাওয়া চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের চীনে প্রবেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে ঢাকার চীনা দূতাবাস।  

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।

চীনা দূতাবাস জানায়, করোনা ভাইরাসের কারণে চীন এ ঘোষণার সময় পর্যন্ত বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি পাওয়া বাংলাদেশে বসবাসরত চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না।

তবে সাময়িক স্থগিতাদেশ থাকলেও কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশের ক্ষেত্রে এ নোটিশের আওতাভুক্ত হবে না।  এছাড়া জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ৫ নভেম্বর, ২০২০ সালের পরে চীনে প্রবেশের ক্ষেত্রে  এ নোটিশ কার‌্যকর হবে না। সাময়িক স্থগিতাদেশটি কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। উল্লিখিত ব্যবস্থাগুলো পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে। সে অনুযায়ী যেকোনও পরিবর্তন যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।