ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, অতীতের তুলনায় দুদক এখন সফল ও কার্যকরী প্রতিষ্ঠান। ২০১৫ সালে দুদকের মামলার সাজার হার ছিল ৩৭ শতাংশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ড. মোজাম্মেল হক খান আরও বলেন, মামলা পরিচালনার সময়ে বিজ্ঞ আইনজীবীরা সব দিক খতিয়ে দেখছেন বলে সাজার হার বৃদ্ধি পাচ্ছে। যে ২৩ শতাংশ সাজা হচ্ছে না, সেসব মামলায় কোথাও না কোথাও ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার শতভাগে উত্তীর্ণ হয়েছে।
তিনি বলেন, পুরানো ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের সম্পদের বিষয়ে তথ্যানুসন্ধান করছে দুদক। তবে এখনো এ বিষয়ে কোনো অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
বাংলাদেশ সময় ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
ডিএন/জেআইএম