পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ জিয়াউর রহমান জিয়া (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাবনা র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার।
আটক জিয়া নাটোর জেলার লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাক্তারের ছেলে।
পাবনা র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ভাদুর বটতলা এলাকা থেকে জিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বাংলানিউজকে জানান, পাবনা র্যাব-১২ বাদী হয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ দিয়েছে। আটক জিয়ার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জিয়াকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস