ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।
বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের অগ্রগতি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহের অগ্রগতি এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জনবল কাঠামো ও নিয়োগ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে বীর মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা খরচ দেওয়া হয়, প্রয়োজন অনুযায়ী তা মাসিক হারে দেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।
বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে স্বাধীনতাবিরোধীদের বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বীর সন্তানদের তালিকায় প্রদত্ত ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে কার্যক্রম চলমান আছে বলে বৈঠকে জানানো হয়। বিশুদ্ধ তালিকা একবারে প্রকাশে বিলম্ব হলে পরিবর্তে প্রয়োজনে পর্যায়ক্রমে তালিকা প্রকাশের সুপারিশ করা হয়।
১ ও ২ নম্বর সংসদীয় উপ-কমিটির প্রতিবেদন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্তদের বিস্তারিত তথ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব বিবরণী এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গৃহীত পদক্ষেপ হিসেবে ৩৪৬০ জনকে ছাত্রবৃত্তি দেওয়া বিস্তারিত তথ্য বই আকারে বৈঠকে উপস্থাপন করা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসকে/এমজেএফ