ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেমন্তেই শীত, সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
হেমন্তেই শীত, সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা

নীলফামারী: হেমন্তের শুরুতে শীতের আগমনী ধ্বনি বেজে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে। শীতের কনকনে ভাব অনুভূত হচ্ছে এ জনপদে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, সকালে এখানে ১৪ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়ে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দু-একদিনে এর পারদ আরও নেমে যেতে পারে। এবার একটু আগাম শীত এসে পড়েছে এ জনপদে। রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় বেশ গরম থাকছে পরিবেশে।

সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বাংলানিউজকে বলেন, শীতের আগমন দেখে ভীত নই। তবে শীত মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। এ অঞ্চলের হতদরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় এজন্য সরকারের ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র দাবি করেন তিনি।

শিগগিরই শহর এলাকায় শীতবস্ত্র দেওয়া হবে বলে জানান সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।