ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
আড়াইহাজারে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ কিলোমিটারব্যাপী তিন হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত  উপজেলার ছোট বিনারচর, ফকিরবাড়ি, কামরাঙ্গীরচর, দাসপাড়া, চামরাকান্দিসহ কয়েকটি এলাকায় পাঁচ কিলোমিটারব্যাপী তিন হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক মেজবাউর রহমান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী কর্মকর্তা শামীম আহমেদ, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী ইদ্রিস আলী, জরুরী বিভাগের জহিরুল ইসলাম, ফারুক হোসেন, আরিফ আহমেদ, খইয়ুম ব্যাপারী, ফাইজুল হক, ওয়াজেদ, লিয়াকত আলী, আরিফ আহমেদ, বাহার মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।