বগুড়া: বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও ফার্মাসিস্ট না থাকায় চার ফার্মেসিকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও মিস ব্রান্ডেড ওষুধ বিক্রি এবং ফার্মাসিস্ট না থাকায় ওষুধ আইন-১৯৪০ অনুযায়ী শহরের খান মার্কেটের নিশাত মেডিক্যাল স্টোরকে ১ লাখ ৫০ হাজার, মেসার্স আলী মেডিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান এবং তার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে একই অপরাধে অনন্যা মেডিক্যাল স্টোরকে ৩০ হাজার টাকা ও মেসার্স নিউ এজ ফার্মাকে অনিয়ন্ত্রিত পরিবেশে ওষুধ তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ওষুধ প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
কেইউএ/ওএইচ/