ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ইউনিট বেড়ে ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, ইউনিট বেড়ে ১৬

ছয় ঘণ্টার বেশি সময় পার হলেও রাজধানীর মাতুয়াইল এলাকার কোনাপাড়া বহুতল ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ধাপে ধাপে ১৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 এখন পর‌্যন্ত (রাত সাড়ে ১২ টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটি একটি আবাসিক ভবন। কিন্তু ভবনের ষষ্ঠ তলায় ওয়্যার হাউজের সব ধরনের মালামাল মজুদ রাখা হয়েছে। আগুনে ওই ওয়্যার হাউজের মামলামালে আগুন লাগে। এই আগুন ভবনের অন্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। ওয়্যার হাউজের ওই সব পণ্যের মধ্যে দাহ্য পদার্থই বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণের আনতে একটি দেরি হচ্ছে। তাছাড়া ওই এলাকার রাস্তাগুলো খুবই সরু, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বাংলানউজকে বলেন, ওই ভবনটি আবাসিক হলেও সেখানে ওয়্যার হাউজের গোডাউন রাখা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুনের প্রচণ্ড তাপ রয়েছে। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় নিচ্ছে। তবে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যায় মাতুয়াইল কোনাপাড়া বাদশা মিয়া রোড এলাকায়। সেখানে একটি দশতলা ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসজেএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।