ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার দাবি

রাজশাহী: চার বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সংঘটিত সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি আদিবাসীদের জন্য সার্বিক নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চার বছর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার জন সাঁওতালকে হত্যা করা হয়। কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার কেবল সমাজের উঁচু শ্রেণির জন্য নয়, সব শ্রেণির মানুষের জন্য। পাশাপাশি আদিবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব না মানলে আগামীতে আর বড় আন্দোলন গড়ে তোলা হবে।

রাজশাহী জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিমল রাজোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাশ হেমরণ, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসএস/এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।