নারায়ণগঞ্জ: সিকিউরিটি কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- নিরঞ্জন সরকার (৪৮), বিকাশ বড়ুয়া (৪৪)।
শুক্রবার (৬ নভেম্বর) র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান শাহাজাদপুর এলাকায় সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে।
এ সময় আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকরি প্রত্যাশীদের স্ব-হস্তে পূরণ করা ৪০টি ভর্তি ফরম ও ১টি আয়-ব্যায়ের রেজিস্ট্রার জব্দ করা হয়। এছাড়া চাকরিপ্রত্যাশী ৯ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
ওএইচ/