ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের তরুনীবাড়ি-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়েছে। তার পরিচয় শনাক্তের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিআরপি পুলিশ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান অজ্ঞাত (৫০) ওই ব্যক্তি। রাতেই মরদেহ উদ্ধার করে সৈয়দপুর জিআরপি পুলিশ। তার ভবঘুরে প্রকৃতির ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।