ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্যাতন সইতে না পেরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
নির্যাতন সইতে না পেরে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মালিক পক্ষের নির্যাতন সইতে না পেরে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার (০৬ নভেম্বর) শহরের খৈয়াসার এলাকায় ফেসবুক লাইভে এসে সে বিষপান করে আত্মহত্যা করে।

পারভেজ জেলার আখাউড়ায় উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের লোকজনের অভিযোগ করে জানান, পারভেজ শহরের খৈয়াসার এলাকার কালু মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানে একজন শ্রমিক ছিল। ঠিকাদার কালু মিয়ার ছেলে জীবন বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। শুক্রবার সকালেও তাকে মারধর করলে সে ফেসবুক লাইভে এসে বিষপান করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।