মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ত্রিপুরাদের ভূমি অধিকার প্রতিষ্ঠা করাসহ দুইশ’ বছরের ওপরে বসবাসকারী ত্রিপুরা সম্প্রদায়ের ভূমি রক্ষার জন্য গ্রামের সব মুরুব্বিদের মতামতের পরিপ্রেক্ষিতে “ডলুছড়া ত্রিপুরা ভূমি রক্ষা কমিটি” নামে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডলুছড়া ত্রিপুরা গ্রামে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের জন্য সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন জনক দেববর্মা এবং সুমন দেববর্মা। এ সময় আরো উপস্থিতি ছিলেন গ্রামের বয়োজ্যষ্ঠরা। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অশোক কুমার দেববর্মা, সহ-সাধারণ সম্পাদক গোবিন্দ দেববর্মা, অর্থ-সম্পাদক প্রদীপ দেববর্মা, সহ-অর্থ সম্পাদক প্রকাশ দেববর্মা, প্রচার সম্পাদক শক্তি দেববর্মা, সহ-প্রচার সম্পাদক মলিন্দ্র দেববর্মা, সদস্য রমেন দেববর্মা।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
বিবিবি/এসআই