মৌলভীবাজার: দেশের অন্যতম শীতপ্রধান শহর ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এখানে দেখা দিয়েছে চলতি মৌসুমের শীত।
কাঠের ওয়ারড্রপ, স্টিলের আলমারিসহ ঘরের নানা জায়গায় সংগ্রহ করে রাখা এতোদিনের গরম কাপড়গুলো এখন মানুষের শরীরে উঠে আসতে শুরু করেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (৬ নভেম্বর) ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল শ্রীমঙ্গলের সাম্প্রতিককালের সর্বনিম্ন তাপমাত্রা।
এ মৌসুমের শীত প্রসঙ্গে তিনি বলেন, মূলত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই এ মৌসুমের শীত প্রথম অনুভূত হয়েছে। আজ কুয়াশা বেশি পড়েছে। কুয়াশা বেশি হলে শীত কম অনুভূত হয়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী আব্দুল বারেক বাংলানিউজকে বলেন, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে। ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
বিবিবি/আরবি/