ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জাল নোটসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
গাজীপুরে জাল নোটসহ দম্পতি আটক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে আড়াই লাখ টাকার জাল নোটসহ দম্পতি আটক।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- জসিম উদ্দিন (২৬) ও তার স্ত্রী নিলুফা বেগম (২১)। জসিম উদ্দিন টাঙ্গাইলের দেলদুয়ার থানার দেউলী এলাকার শফি উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সারোয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় জসিম উদ্দিন ও তার স্ত্রীর নিলুফা বেগমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব জাল টাকা ১০০০ ও ৫০০ টাকার নোট। এ ব্যাপারে শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০   
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।