সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বংশাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর টুটুল শেখ (১৭) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরের দিকে আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে ওই এলাকায় বংশাই নদীতে ডুবে নিখোঁজ হয় টুটুল।
নিহত টুটুল আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী স্কুলে দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাছ ধরা শেষে বংশাই নদীর আশুলিয়ার ডগরতলী ইটখোলা এলাকায় সাঁতার দিয়ে নদী পাড় হচ্ছিলো টুটুলসহ আরও চারজন। সে সময় অন্য তিনজন সাঁতারে পাড়ে উঠতে পারলেও টুটুল নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন রাত পর্যন্ত নদীতে ছেলেটির সন্ধানে অভিযান চালালেও খোঁজ মিলেনি। শনিবার সকালে একই এলাকায় নদী থেকে টুটুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সফিউদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসআরএস