ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় দুলাভাই হত্যা মামলায় শ্যালক গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
পাথরঘাটায় দুলাভাই হত্যা মামলায় শ্যালক গ্রেফতার প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় দুলাভাই হত্যা মামলার আসামি শ্যালক মো. জাফর মুন্সিকে (৪৫) গ্রেফতার করেছে বরগুনা সিআইডি।

শনিবার (৭নভেম্বর) বিকেলে উপজেলার রুহিতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি জাফরকে রোববার (৮ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

বরগুনা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম সরদার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন নুরুল ইসলাম হত্যা মামলার ২ নম্বর আসামি জাফর। মামলার ১ নম্বর আসামি কালাম মিয়া ঘটনার দিন পুলিশের হাতে আটক হয়। কালাম দীর্ঘদিন হাজত খেটে সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরই জাফর প্রকাশে আসে।  

তিনি বলেন, আমরা কয়েকদিন জাফরকে গ্রেফতারের জন্য ওৎ পেতে ছিলাম, আজ সকাল থেকে বাড়ির কাছাকাছি নজরদারি করে বিকেলে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

এর আগে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের ২৯ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে নুরুল ইসলামকে (৫৫) আপন ভাই মো. কালাম ও শ্যালক জাফর লাঠি দিয়ে পেটায়। পরে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন নুরুল ইসলামের ভাই কালামকে আটক করে পুলিশ। পরে পাথরঘাটা থানায় নুরুল ইসলামের স্ত্রী তাজেনুর বেগম বাদী হয়ে সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।