ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে টোবাকো কোম্পানির সেলসম্যান অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
বান্দরবানে টোবাকো কোম্পানির সেলসম্যান অপহৃত বান্দরবানের মানচিত্র

বান্দরবান: বান্দরবানে চাঁদা না দেওয়ায় মো. ইসমাঈল (৩০) নামে টোবাকে কোম্পানির এক সেলসম্যানকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কালাঘাটা বড়ুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বান্দরবান সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বড়ুয়ারটেক এলাকায় সিগারেট বিক্রি করার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ইসমাঈলকে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ম্যারিজ সিগারেট কোম্পানির বান্দরবানের ডিস্ট্রিবিউটর মো. আবুল কালাম বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু সন্ত্রাসী। আমি চাঁদার টাকা না দেওয়ায় তারা আমার সেলম্যানকে অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা করছি।  

তিনি আরো বলেন, ইসমাঈলকে উদ্ধারের জন্য তার পরিবারকে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দিয়েছি।

এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সোহাগ রানা বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমরা এখনো কিছু জানিনা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।