ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে নূর আলম মণ্ডল (৩৬) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে নির্যাতিতার মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত নূর আলম মণ্ডল উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামের শামীম মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢোকেন অভিযুক্ত শিক্ষক নুর আলম। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করেন ওই শিক্ষক। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নূর আলম পালিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ নভেম্বর) সকালে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।