ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ চালু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ চালু ছেড়ে যাওয়ার অপেক্ষায় একটি তৈলবাহী ট্রেন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অবশেষে দুর্ঘটনাকবলিত সাতটি তেলবাহী ওয়াগানের দ্বারা ক্ষতিগ্রস্ত  রেললাইন মেরারত করে সারাদেশের সঙ্গে রেলযোগাযোগ চালু হয়েছে। এর ফলে প্রায় ১৯ ঘণ্টা পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রামের আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করার সুযোগ পাচ্ছে।

রোববার (৮ নভেম্বর) সকাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন।  

তিনি বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর রোববার সকাল ৮টা থেকে চালু হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ দুর্ঘটনার কারণে দুই স্টেশনের এসে আটকা পড়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।  

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।