ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
প্রতিবন্ধীদের ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে দেওয়ার দাবি

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রতিবন্ধী চালকদের মধ্যে বক্তব্য দেন- রানা হোসেন, রাসেল মিয়া, মনির হোসেন, মুসারফ মিয়া, আল-মাহমুদ হোসেন, আব্দুর রহিম প্রমুখ।

চালকদের দাবির মধ্যে রয়েছে-শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্যাটারিচালিত রিকশা চলাচল আইন, ঢাকা সিটিসহ বিভাগীয় শহর, জেলা শহরে ব্যাটারিচালিত রিকশার বৈধতা, প্রতিবন্ধী লীগ নামে নির্দিষ্ট কার্যালয় এবং ডাম্পিং করা রিকশা বিনা খরচে ফেরত দেওয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।