ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ের মেরাদিয়ায় ২ ভাই দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
খিলগাঁওয়ের মেরাদিয়ায় ২ ভাই দগ্ধ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হয়েছেন। দগ্ধ দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুইজন হলেন-রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই হাসিব (১৯)।

দগ্ধদের মা লাকি আক্তার বাংলানিউজকে জানান, তারা মেরাদিয়া কমিশনার গলিতে থাকেন। তার দুই ছেলে রাজিব ও হাসিব রডমিস্ত্রীর কাজ করে। দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলো তারা। কাজ করার সময় একটি রড তারের সঙ্গে লাগে। এতে তারা ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে হাসিবের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।