ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
না.গঞ্জে সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরে নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে মো. রাকিন নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চর সৈয়দপুর এলাকার বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাকিন একই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হর বিলাশ মন্ডল বলেন, ‘স্থানীয়রা সেপটিক ট্যাংকে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে। ’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কয়েক মাস ধরে বাড়ির পাশে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। ফলে খেলতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।