ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ার ধুনটে ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
বগুড়ার ধুনটে ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বগুড়া: বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও এডিপি’র অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাকাসড়ক পুন:নির্মাণ (বিটুমিন ডেন্স কার্পেটিং), নতুন সড়ক নির্মাণ (আরসিসি), পাবলিক টয়লেট ও আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে ধুনট পৌরসভা মিলনায়তনে উক্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ও ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম, ধুনট পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, ফজলুল হক সোনা, ফরিদ উদ্দিন, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।