রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থার আধুনিকায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম আবাসিক এলাকার প্রান্তে ফুড-ফুয়েল-ফাইবার গেট সংলগ্ন এলাকায় এই এসটিএস’র উদ্বোধন করা হয়েছে। রাসিকের অর্থায়নে প্রতিষ্ঠিত এসটিএস’টি সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি তত্ত্বাবধায়ন করবে।
উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী জাকারিয়া, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেয়র এসটিএস’র কার্যক্রম ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসএস/এনটি